বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, যদি আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই তাহলে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। তা না হলে এটা একার পক্ষে সম্ভব নয়।
বিএনপি বাংলাদেশে একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে মীর হেলাল বলেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সকলকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।
নারীর মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএনপির নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যেই তারেক রহমান তার ঘোষিত ভিশনারি ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন পরিবারের প্রধান নারীর নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় ২ নম্বর জালালাবাদের কুঁলগাও জামশেশাহ রোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমুহ এলাকার দরিদ্র ও অস্বচ্ছল মানুষের সেবায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
মীর হেলাল বলেন, প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এ সময় তিনি আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার দোয়া চান।
২ নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল করিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী ও এস এম আবু ফয়েজ, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম ও সৈয়দ জাকারিয়া সেলিম, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহসভাপতি আজগর হোসেন কন্ট্রাক্টর, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস সভাপতি সাইফুল ইসলাম টুটুল, বায়েজিদ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজগর হোসেন আজু, সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান, স্বেচ্ছাসেবক দল সভাপতি আলতাফ হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহসভাপতি দোস্ত মোহাম্মদ ও মো. ইসমাইল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির এস এম মহসিন, মো. ইদ্রিস ও ওয়াহিদুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ রুবেল, সিরাজ পাশা, গোলাম খাজা, মো. শাহেদ টেন্ডল, মো. মাহবুব, মোহাম্মদ এরশাদ, শাহাবুদ্দিন শাবু ও সৈয়দ মহসিন এবং স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল।


