সাতকানিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রীতা পালের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসীম উদ্দীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমির এবং সঞ্চালনায় ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক রনি ধর। স্বাগত বক্তব্য দেন পরিদর্শক রুবেল কান্তি দাশ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের জনসংখ্যা এখনো সহনীয় পর্যায়ে রয়েছে, যা পরিবার পরিকল্পনা বিভাগের সফলতার ফল। না হলে জনসংখ্যা বিস্ফোরণ হতো, যা কারও কাম্য নয়।’

তিনি সবাইকে পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

পরে শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে শ্রেষ্ঠ সাকমো নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহিদুল ইসলাম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা বিলকিস আক্তার এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হন কাউসার সুলতানা।

অনুষ্ঠানের শেষাংশে ডা. রীতা পাল আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm