হাজারী লেন দুর্গোৎসব পরিষদের নতুন কমিটি—শিবু দাশ সভাপতি, স্বাগতম ও প্রিয়ম সম্পাদক

চট্টগ্রাম নগরের হাজারী লেনে দুর্গোৎসব উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে শিবু প্রসাদ দাশ পুনঃনির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন স্বাগতম সিং হাজারী ও প্রিয়ম দে।

শুক্রবার (১১ জুলাই) রাতে পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিবু প্রসাদ দাশ। সঞ্চালনায় ছিলেন রতন আচার্য।

সভায় ১৪৩১ বঙ্গাব্দের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এরপর ১৪৩২ বঙ্গাব্দের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মৃদুল কান্তি দে, গোপাল দাশ, রতন আচার্য্য, রনধীর মল্লিক ও হারাধন বণিক।

সভায় আরও উপস্থিত ছিলেন গৌতম নন্দী ও তাপস দাশ, কিশোর দে রনি, সুশান্ত কুমার পাণ্ডে, প্রকৌশলী গৌতম বণিক, উৎপল দাশ, খোকন দাশ, বাপ্পী চক্রবর্তী, কিশোর আইচ, শুভ দেবনাথ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিটন ধর, অভি চৌধুরী, সমু দাশ, সোম হাজারী, ওম হাজারী, কাজল বনিক, মিন্টু চৌধুরী, আবু আচার্য্য, রিমন দে ও তন্ময় পাল।

সভায় স্বাগত বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক স্বাগতম সিং হাজারী ও প্রিয়ম দে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm