ছিনতাইকারীকে চিনে ফেলায় প্রাণ দিতে হলো সাবেক ইউপি সদস্যকে

মিরসরাইয়ে আবুল কাশেম হত্যা মামলায় গ্রেপ্তার ৪ আসামি

0

ছিনতাইকারীকে চিনে ফেলার মাশুল দিতে হলো চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি সদস্য আবুল কাশেমকে। ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে আক্রমণ করলেও তিনি ছিনতাইকারীকে চিনে ফেলায় ধারালো কাটিং কাঁচি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাকে।

ঘটনার পর ৬দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে যান ৬ বার নির্বাচিত সাবেক এ ইউপি সদস্য। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ।

সোমবার (৩১ জানুয়ারি) এবং মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মো. ফাহাদ হোসেন (২০), মো. সিরাজুল ইসলাম (৫৫), নজরুল ইসলাম (৩০) ও মীর হোসেন (২০)। বুধবার এ চার আসামিকে আদালতে হাজির করা হয়।

গত ২৬ জানুয়ারি দিবাগত রাত ১০টায় উপজেলার শাহেরখালী খালের কাদামাটি থেকে ছুরিকাহত অবস্থায় সাবেক ইউপি সদস্য আবুল কাশেমের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়।

৩১ জানুয়ারি (সোমবার) আবুল কাশেমের স্ত্রী বাদী হয়ে মিরসরাই থানায় মামলা দায়ের করেন। পরদিন মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভোর বেলায় চমেকে চিকিৎসাধীন মারা যান অবস্থায় আবুল কাশেম।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের মধ্যে ফাহাদ ও মীর হোসেন ঘটনার সঙ্গে প্রত্যক্ষ জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ।

পরিচয় প্রকাশ না করা শর্তে মিরসরাই থানার এক পুলিশ কর্মকর্তা জানান, এদের চারজনের মধ্যে দুইজন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলো। বাকি দু’জনেরও প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিলো।

ওই কর্মকর্তা আরও জানান, ২৬ জানুয়ারি সন্ধ্যার পর ছিনতাইয়ের উদ্দেশ্যে স্থানীয় শাহেরখালী খালের পাশে ওঁত পেতে ছিলো এজাহারভূক্ত আসামি মো. ফাহাদ হোসেন ও মীর হোসেন। তারা সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ একটি কাটিং কাঁচি দিয়ে প্রথমে আঘাত করে সাবেক ইউপি সদস্য আবুল কাশেমের মাথায়।

পরে আবুল কাশেম ফাহাদকে চিনে ফেললে দুইজনে ধরে খালের পাশে কাদায় নিয়ে তার পেটের ভেতর সজোরে কাটিং কাঁচিটি ঢুকিয়ে দেয়। মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার আঘাত করে। শেষে মৃত্যু নিশ্চিত হয়েছে জেনে খালের পাশে কাদার মধ্যে তাঁকে ফেলে চলে যায়।

মিরসরাই থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) রাজিব পোদ্দার জানান, শাহেরখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল কাশেম হত্যা মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm