s alam cement
আক্রান্ত
৪৬৬৮২
সুস্থ
৩৫২১৬
মৃত্যু
৪৫২

‘তিন খুন’ মাদকের নেশায় স্ত্রী—শ্যালিকা খুন করতে একটুও বুক কাঁপেনি, পরে নিজেও খুন

0

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনকে কেন্দ্র করে স্বামী-স্ত্রী ও শ্যালিকা খুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উখিয়ার কুতুপালংস্থ ক্যাম্প-২ এর ডি-৭ ব্লকে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাঈমুল হক।

নিহতরা হলেন- স্থানীয় আলী হোসেনের পুত্র নূর সালাম (৪০), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫) ও শ্যালিকা হালিমা খাতুন (২৫)।

পুলিশ জানায়, নূর সালাম একজন মাদক সেবনকারি। প্রতিদিনের মত শুক্রবার সন্ধ্যায় মাদকসেবনকে কেন্দ্র করে স্ত্রী মরিয়ম বেগমের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় নুর সালাম। একপর্যায়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে বোনকে বাঁচানোর জন্য শ্যালিকা হালিমা খাতুন ঘটনাস্থলে আসে। পরে তার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে উভয়ের মধ্যেও কোপাকুপির ঘটনা ঘটে। এই ঘটনায় দুজনেই রক্তাক্ত অবস্থায় মারা যায়।

পুলিশ আরো জানায়, নিহত পরিবারের মধ্যে প্রায় সময় মাদক সেবন ও অন্যান্য বিষয় নিয়ে পারিবারিক কলহ লেগে থাকত। এর জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

উখিয়ার থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, উখিয়ার রোহিঙ্গা শিবিরে হত্যাকান্ডের ঘটনায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

Din Mohammed Convention Hall

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm