s alam cement
আক্রান্ত
৪৬৬৮২
সুস্থ
৩৫২১৬
মৃত্যু
৪৫২

রাসায়নিক দ্রব্য মজুদ, মালতি এন্টারপ্রাইজ গুণল লাখ টাকা জরিমানা

0

অননুমোদিত রং ও সোডিয়াম হাইড্রো সালফাইড সংরক্ষণ করায় চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় মালতি এন্টারপ্রাইজ নামের একটি দোকানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নিয়মিত বাজার তদারকিকালে এ জরিমানা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ দই বিক্রি করার সময় হাতেনাতে ধরা হয় এক দোকানিকে।

অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের বিভাগীয় কার্যাল‌য়ের উপপ‌রিচালক মোহাম্মদ ফ‌য়েজ উল্যাহ। তিনি জানান, কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযানে অননুমোদিত রং ও সোডিয়াম হাইড্রো সালফাইড সংরক্ষণ করায় মালতি এন্টারপ্রাইজ নামের একটি দোকানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১২ কেজি দই, ১৫ কেজি বাসন্তী ও খুনি রং ও ৫ কেজি হাইড্রোজ ধ্বংস করা হয়। দোকানের মালিক বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় এসব রং ও রাসায়নিক দ্রব্য বিক্রির জন্য মজুদ করার কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেসার্স আফতাব অ্যান্ড সন্স‌কে অননু‌মো‌দিত রং রাখায় ও মূল্য তা‌লিকা না রাখায় ১০ হাজার টাকা জ‌রিমানাসহ প্রায় ৫০০ গ্রাম রং ধ্বংস করা হয়। নগরীর অক্সিজেন মোড়ের ওয়াফি স্টোরকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ৪ হাজার টাকা জ‌রিমানাসহ মেয়া‌দোত্তীর্ণ আটা ধ্বংস করা হয়েছে।

মূল্য তা‌লিকা প্রদর্শন না করায় চট্টগ্রাম নগরীর অ‌ক্সি‌জেন মো‌ড়ের না‌হিদা পোল‌ট্রি ফার্মকে ৩ হাজার টাকা, নয়াহা‌টের ইসলাম সওদাগরের মাংসের দোকানকে ২ হাজার টাকা, বিস‌মিল্লাহ্ পোল‌ট্রিকে ৩ হাজার টাকা এবং মোশতাকের মাংসের দোকানকে ২ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। ফারুক ই‌লে‌ক্ট্রনিক্স‌কে সাড়ে ১২ কেজি এলপিজি সরকার নির্ধা‌রিত ৯৭৫ টাকার প‌রিব‌র্তে ১ হাজার টাকা দা‌বি করায় ১ হাজার জ‌রিমানাসহ সতর্ক করা হয়েছে।

অভিযানকালে বি‌ক্রেতা‌দের মাস্ক প‌র‌তে, ক্রেতাদের মাস্ক পরার পাশাপাশি নিরাপদ শারী‌রিক দূরত্ব বজায় রে‌খে পণ্য ক্রয় এবং প্রতা‌রিত হ‌লে অ‌ধিদফত‌রের হটলাইনে (নম্বর ১৬১২১) ফোন করার জন্য অনুরোধ জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যাল‌য়ের উপপ‌রিচালক মোহাম্মদ ফ‌য়েজ উল্যাহ ।

Din Mohammed Convention Hall

এএস/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm