চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বন্ধুর প্রমিকা ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৯ জুলাই) রাতে কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
গ্রেপ্তার নাসির উদ্দিন (৩৫) কুতুবদিয়া থানার হাজিরপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গ্রেপ্তার নাসির উদ্দিন পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার ফাস্ট ফুড ব্যবসায়ী। নাসিরের সঙ্গে নয়ন নামে এক ব্যক্তির বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৫ সালের মার্চে নয়ন তার প্রেমিকাকে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় বেড়াতে নিয়ে আসে এবং বন্ধু নাসিরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে নয়ন এবং নাসির তাকে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ভিকটিম বাদি হয়ে পতেঙ্গা থানায় প্রেমিক নয়ন এবং নাসির উদ্দিনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৯ মে নাসির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নাছিরকে ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
আরএ/ডিজে