পটিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ইফতার, দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকালে পটিয়া উপজেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান।

উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ, মোজাম্মেল হক চৌধুরী, মঈনুল আলম ছোটন, পটিয়া ক্লাবের সদস্য সচিব বিএনপি নেতা মোজাম্মেল হক, জেলা যুবদলের সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, বিএনপি নেতা আবুল কাসেম, নাজমুল হক রিপন, পৌর যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, ইকবাল সিকদার সুমন, সাইফুর রহমান, আবদুল করিম মেম্বার, অ্যাডভোকেট তারেক, শহীদুল আনোয়ার লিটন, এমরানুল হক বাহাদুর, গাজী দুলাল, মো. সোলেয়মান, শহীদুল ইসলাম, এরশাদ, জিয়া।

আরও বক্তব্য দেন বিএনপি নেতা শরীফ উদ্দিন চৌধুরী, ইসমাইল মেম্বার, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবাইদুল হক রিকু, জাহেদ, উপজেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান মায়া, শ্রমিক দলের আহবায়ক শাখাওয়াত হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এসএম নয়ন, বিএনপি নেতা জাবেদ চৌধুরীসহ উপজেলার সতেরো ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথি এনামুল হক এনাম বলেন, এই যুবদল সেই যুবদল, যারা ২৮ অক্টোবরের পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে কর্মসূচি দিয়েছিল, সে কর্মসূচি রাজপথে পালন করেছিল। পটিয়া উপজেলা যুবদলের নেতাকর্মীরা আমাদের নির্দেশে পটিয়া ও দক্ষিণ জেলার রাজপথে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। আর এখন যখন শুনি আওয়ামী সুবিধাবাদী বিএনপির কিছু নেতাকর্মী ৫ আগস্টের পর বিএনপির রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভাব হয়েছে, তখন আমাদের রক্ত টগবগ করে। যখন ফ্যাসিবাদের দোসর আওয়ামী সুবিধাবাদী বর্তমান বিএনপির আহ্বায়ক বলে গত সতের বছরে যারা মামলা হামলা জেল জুলুমের শিকার হয়েছে, তারা অতিউৎসাহী হয়ে এসব করেছে। তার এ ধরনের কটুক্তির জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আজকের সমাবেশ থেকে। পাশাপাশি আমরা কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। তিনি শুধু আমাদের কটুক্তি করেননি, কটুক্তি করেছে বিএনপির চেয়ারম্যান পার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব সহ দলের হাইকমান্ডকেও। যতদিন পর্যন্ত এ আওয়ামী সুবিধাবাদী এ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা না হবে, ততোদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm