চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড়ের ‘অর্ণব’ দেশি পোশাক বিদেশি বলে ক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। তাদের এমন প্রতারণা ধরা পড়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের হাতে। এছাড়া বিদেশি পোশাকে ক্রয় ভাউচার দেখাতে পারেনি তারা। একইসঙ্গে প্রসাধনীতে নিজেরাই প্রাইজট্যাগ বসিয়ে বিক্রি করে আসছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানে আরও দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ।
অভিযান সূত্রে জানা গেছে, নগরীর রহমতগঞ্জের দেওয়ানজী পুকুর পাড় এলাকার ‘অর্ণব’ নামে প্রতিষ্ঠানটিতে দেশীয় পোশাক বিদেশি বলে বিক্রি করা হচ্ছে। তারা এসব পোশাক বিদেশি দাবি করলেও আমদানির কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়া প্রতিষ্ঠান প্রাইজ-গান দিয়ে নিজেরাই প্রসাধনীর মূল্য নির্ধারণ করে বিক্রি করে আসছিল। এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ওই এলাকার ‘ফুডল্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর’ নামে এক প্রতিষ্ঠানে অননুমোদিত ও মূল্য উল্লেখ ছাড়া বিভিন্ন পণ্য বিক্রির অপরাধে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মোমেন রোড এলাকার ‘সাহারা সুপার সপ’ নামে এক প্রতিষ্ঠানে অননুমোদিত কফি বিক্রির জন্য রাখায় এবং শিল্প রংকে খাবারের রং হিসেবে বিক্রির অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামমের বিভাগীয় উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘অর্ণবে দেশি পোশাক বলে বিদেশি পোশাক বিক্রি করছিল। বিদেশি পোশাক বললেও তারা এর সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়া বিভিন্ন প্রসাধনীর গায়ে নিজেরাই প্রাইজট্যাগ বসিয়ে বিক্রি করছিল। এজন্য প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ ও মাহমুদা আক্তার।
ডিজে