চট্টগ্রামের পটিয়া উপজেলায় ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ মৌসুমের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি পূনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে এসব সার ও বীজ বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারন অধিদপ্তর পটিয়ার উদ্যোগে বীজ ও সার বিতরণ করা হয়।
পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা উত্তম কুমার মজুমদারের সঞ্চালনায় সার বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, হুইপের কৃষি বিষয়ক প্রতিনিধি আজিমুল হক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান প্রমুখ।
কৃষি পূনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ ২০২১-২০২২ মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে ভর্তুকির প্রণোদনা হিসেবে ৭০০ জন প্রান্তিক কৃষকের প্রত্যেকে ৫ কেজি করে বীজ ধান, ১০ কেজি এমওপি ও ২০ কেজি করে ডিএফএ সার পাচ্ছেন।
এসএ