কখনও সাংবাদিক, কখনও গোয়েন্দা পুলিশ। একেক সময় একেক পরিচয়ে চলছিল কর্মকাণ্ড। লকডাউনে সাংবাদিক পরিচয়ে দােকান থেকে নিয়মিত চাঁদা তুলতেন মো. সোহাগ সর্দার (৩৭) নামের এই ব্যক্তি। পরে দোকানিরা একত্রিত হয়ে গণপিটুনি দিয়ে তাকে ধরিয়ে দিলেন পুলিশে।
বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের ইপিজেড থানার আকমল আলী রোড থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় চাঁদার ৪ হাজার ২৫০ টাকা।
এ ঘটনায় রাতে চাঁদাবাজ সোহাগ সর্দারের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেন আকমল আলী রোডের দোকানদার মো. আমান উল্লাহ রাসেল।
পুলিশ জানায়, আটক মো. সোহাগ সর্দার ঝালকাঠি জেলার ঝালকাঠির থানাররমজান কাঠী শাহাজান মাস্টারের বাড়ির শাহাজান সর্দারের পুত্র। বর্তমানে ইপিজেড থানার আকমল আলী সৈকত আবাসিক নব্বই কলোনির সাগর বিল্ডিংয়ের তৃতীয় তলায় বসবাস করেন।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার অপারেশন অফিসার (এসআই) সাজেদ কামাল বলেন, বুধবার রাতে আকমল আলী রোডে সোহাগ সর্দার নামে একজন সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা তুলছিল। বিষয়টি স্থানীয় দোকানদারের মধ্যে জানাজানি হলে সবাই একত্রিত হয়ে তাকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রাতেই সেখানকার এক দোকানদার বাদি হয়ে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৪ জুলাই ৭১ বাংলা টিভি (অনলাইন) সাংবাদিক পরিচয়ে ২৫০ পিস ইয়াবাসহ সোহাগ সর্দারসহ দুজনকে আটক করে পিরোজপুর জেলার নেছারাবাদ থানা পুলিশ।
মুআ/এসএ