পদুয়া ডিগ্রি কলেজে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজে শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য, অধ্যক্ষ ও শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ নভেম্বর) কলেজ অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি লায়ন মুহাম্মদ শওকত আলী নূর।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যোৎসাহী সদস্য অনুজ কুমার বড়ুয়া ও হিতৈষী সদস্য রাসেল হোসেন।

বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি অধ্যাপক চিনু ছন্দা দে, সহকারী অধ্যাপক শ্যামল বড়ুয়া, সহকারী অধ্যাপক খাজা বাহা উদ্দিন, সহকারী অধ্যাপক বিকাশ নন্দী, প্রভাষক গিয়াস উদ্দিন , প্রভাষক ইয়াসমিন আক্তার।

অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন নাসির উদ্দিন বাপ্পী ও ইব্রাহিম খলিল। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক কমিটির আহ্বায়ক অধ্যাপক জাহাঙ্গীর আলম।

সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক জেরিন আফরোজ।

প্রধান অতিথি লায়ন মুহাম্মদ শওকত আলী নূর বলেন, শিক্ষার মানোন্নয়নে ছাত্র, শিক্ষক এবং অভিভাবক সকলেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই তিন পক্ষের সম্মিলিত প্রচেষ্টাই শিক্ষার মান উন্নত করতে পারে। শিক্ষকের দায়িত্ব হলো, শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া, আদর্শ হওয়া এবং তাদের শেখার প্রতি অনুপ্রাণিত করা। অভিভাবকদের দায়িত্ব হলো, বাড়িতে পড়াশোনার পরিবেশ তৈরি করা, সন্তানদের সহায়তা করা এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা। অন্যদিকে শিক্ষার্থীদের দায়িত্ব হলো, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, মনোযোগ দিয়ে পড়ালেখা করা।

ksrm