নাজিরহাট কলেজ সরকারিকরণ করা হবে, নবীনবরণ অনুষ্ঠানে মীর হেলাল

চট্টগ্রাম-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট কলেজের গভর্নিং বডির দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার পরিবেশ ও অন্যান্য অবকাঠামগত উন্নয়নের পাশাপাশি কলেজকে সরকারিকরণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। অতি দ্রুততম সময়ের মধ্যেই নাজিরহাট কলেজ সরকারিকরণ  হবে, ইনশাআল্লাহ।

বুধবার (২৬ নভেম্বর) সকালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, আগামীর হাটহাজারী হবে শান্তি সম্প্রীতি, উন্নয়ন ও সমৃদ্ধির হাটহাজারী। যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হাটহাজারীকে শান্তির আবাসস্থল হিসেবে গড়ে তোলা হবে। বাংলা, আরবি ও ইংরেজি—সব মাধ্যমের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রবিন্দু হচ্ছে হাটহাজারী।

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, মেধার চেয়েও অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম বেশি গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্জনের প্রস্তুতির মূল অধ্যায় হচ্ছে ছাত্রজীবন। জানার জন্য, বোঝার জন্য বাস্তবধর্মী জ্ঞান অর্জন করতে হবে ও প্রয়োজনে তার প্রয়োগ করতে হবে। জীবনের প্রতিটি মুহূর্ত জ্ঞান অর্জনের সিঁড়ি। জ্ঞান সমাজকে আলোকিত করে, অজ্ঞতা অন্ধকারের দিকে ঠেলে দেয়।

নাজিরহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে নবীনবরণ
অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে কলেজ শিক্ষার্থীরা কলেজের শিক্ষা ব্যবস্থা, আশপাশের এলাকার উন্নয়নসহ নানা সমস্যা চিহ্নিত করে ব্যারিস্টার মীর হেলালের কাছে উপস্থাপন করে। তিনি তাদের প্রশ্নের জবাব দেন এবং নেতৃত্ব ও ব্যক্তিত্ব গঠনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য এবং প্রভাষক মোসফেকা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন, গীতা ও ত্রিপিঠক থেকে পাঠ করা হয় এবং ক্রেস্ট প্রদান করে গভর্নিং বডির চেয়ারম্যানকে সম্মাননা জানানো হয়।

অনুষ্টানে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ গোলাম কিবরিয়া, অধ্যাপক নাসির উদ্দিন আহমদ চৌধুরী, অধ্যাপক এসএম কাউছার, গভর্নিং বডির সম্মানিত সদস্য কাজী সাইফুল ইসলাম টুটুল।

আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ নুর মোহাম্মদ, আমিনুল ইসলাম, কলেজ গভর্নিং বডির সদস্য জাহেদা ইকবাল চৌধুরী, মোহাম্মদ রফিক, অধ্যাপক মো. নুরুল আলম, মো. সেলিম জাহাঙ্গীর, মোহাম্মদ মনজুর মিয়া,  রহমত উল্লাহ, গিয়াস উদ্দিন চেয়ারম্যান, শাহাদাত ওসমান।

সবশেষে এক মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ksrm