চট্টগ্রামসহ সারাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার (২ মার্চ) থেকে দেশে রোজা শুরু হচ্ছে।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সন্ধ্যার আকাশে চাঁদ দেখে যাওয়ায় তারাবির নামাজও পড়া শুরু হবে আজ থেকে। রোববার থেকে রোজা শুরু হওয়ায় আগামী ২৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।
শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখ যাওয়ায়। শনিবার প্রথম রমজান পালিত হচ্ছে।
আরএ/ডিজে