কক্সবাজারের পেকুয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম নাছির উদ্দিন (৫০)। তিনি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোলাইয়াঘোনা এলাকার মৃত জাফর আহমদের ছেলে এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
রোববার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে বানৌজা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাছির উদ্দিন হেঁটে পেকুয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় মগনামামুখি একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ওইদিন রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোরিকশার চালককে আটক করতে অভিযান চালানো হচ্ছে।
ডিজে