চট্টগ্রামের আনোয়ারায় বছরের প্রথম দিনে সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় পিএবি সড়কের বারখাইন শোলকাটা লাবিবা ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন (৪৫) উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের থানাদার বাড়ীর সোহাগ মিয়ার ছেলে। তিরি পেশায় রং মিস্ত্রি। পরিবারে তার বাবা-মা ছাড়া স্ত্রী, ১মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সালাউদ্দিন বাড়ি থেকে সিএনজি অটোরিকশা করে শহরে যাওয়ার পথে শোলকাটা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।
ডিজে