রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা না রেখে ভবন নির্মাণ করায় ১২ ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এছাড়া এসব ভবনের মালিকদের ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে সিডিএ অভিযান পরিচালনা করছে। এসময় বেশ কিছু অনিয়ম খুঁজে পায় সিডিএ। রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা রাখার কথা থাকলেও রাখেনি বেশিরভাগ ভবন মালিক।
সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. নজরুল ইসলাম জানান, নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে সিডিএ অভিযানের সময় বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা রাখার কথা থাকলেও রাখেনি বেশিরভাগ ভবন মালিক। এসব ভবন মালিককে জরিমানা করা হয়েছে। এছাড়াও নিজস্ব খরচে অননুমোদিত অংশ ভেঙ্গে ফেলবেন বলে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।
আরএ/ডিজে