চট্টগ্রামে ‘অপারেশন ডেভিল হান্টে’ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে ‘অপারেশন ডেভিল হান্টে’ ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১২ টা পর্যন্ত চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন—৩১ নম্বর আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কোতোয়ালী থানা আওয়ামী লীগের সদস্য মো. ইসমাইল (৬০), কোতোয়ালী থানা ওলামা লীগের সহ সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন (৪৭), মোহাম্মদ রকিবুল কাদের ওরফে মাহিম (২২), ইমন আহাম্মদ (২৪), মো. রাসেল (১৯), মো. জহেদুল ইসলাম (২৫), মো. আরিফ (৩৬), জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল শাক্কুর ফারুকী (৬৫), সাইফুল ইসলাম (৪৭), আরমান হোসেন ওরফে আরমান হাজারী (২৫), মো. সজিব (১৯), মো. সালাউদ্দিন (৪২), সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ (৩৬), মো. সোহেল রানা (২৪), রবিউল হোসেন (৪২), মো. কামরুল হাসান হৃদয় (২০), মো. রাজন হোসেন (২৪), মো. নাজমুল হোসেন (৪৩), মো. মনিরুলহক (৪৩), জাহিদ হাসান মুন্না (২০), তাসলিমা বেগম (৪০), মো. আসাদ (৩৮), মো. নুরুল হক (৪০), ছাদিয়া বেগম (২০), শারমীন আক্তার (২১), মো. আলম শাহ (৫২), মো. আকবর হোসেন খোকন (৪০)।

আরও গ্রেপ্তার করা হয় উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সেলিম ওরফে বাদশা (৪০), উত্তর পাহাড়তলী ওয়ার্ড শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল (৩৭), মো. গিয়াস উদ্দিন (৩৭), বাউরিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বেলাল উদ্দিন (৫০) ও বড়উঠান ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সমর কান্তি ধরকে (৫২)।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm