ভোরে প্রধান উপদেষ্টার প্রতীকী ‘ফাঁসি’, সিএমপির সামনে ‘লাশ’ ঝুলছিল সন্ধ্যা পর্যন্ত!
কিছুই ‘জানে না’ পুলিশ
চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে এক অদ্ভুত দৃশ্য—অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি কুশপুত্তলিকা ঝুলতে দেখা গেছে! সকাল থেকেই সেটি ঝুলছিল, দেখেছেন পথচারী, দোকানদার, এমনকি দায়িত্বরত ট্রাফিক পুলিশও। অথচ দিনভর চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদর দপ্তরের এত কাছে ঝুলে থাকার পরও পুলিশ বলছে, তারা কিছুই জানে না!
বিকেল ৫টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের ওপর থেকে ঝুলতে থাকা ওই কুশপুত্তলিকার বুকে সাদা কাগজে লাল কালি দিয়ে ড. ইউনূসের নাম লেখা ছিল, আর মুখে ছিল তাঁর ছবি।
স্থানীয় দোকানদার ও ট্রাফিক সদস্যরা জানালেন, সকাল থেকেই তারা এটি ঝুলতে দেখছেন। কিন্তু কে বা কারা এটি ঝুলিয়েছে, সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি।
এদিকে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনি এক ফেসবুক পোস্টে দাবি করেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন স্থানে এমন কুশপুত্তলিকা ঝোলানো হয়েছে। পোস্টে তিনটি কুশপুত্তলিকার ছবি দেন তিনি, যেখানে জিইসি মোড় ও ২ নম্বর গেট এলাকাতেও এমন কুশপুত্তলিকা ঝুলানোর দাবি করা হয়।
তবে ওই দুই এলাকায় গিয়ে তেমন কিছু দেখা যায়নি, যদিও স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ১১টার দিকে সেখানে এমন কিছু ঝুলতে দেখেছিলেন।
এদিকে ওয়াসার মোড়ে বিকেলেও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা ঝুলছিল, যার কয়েক কদম দূরেই সিএমপির সদর দপ্তর। কিন্তু পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা কেউই এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন। এমন ঘটনায় সাধারণ মানুষ বিস্মিত—রাজনৈতিক উত্তেজনার এমন প্রকাশ্য বহিঃপ্রকাশ পুলিশের চোখের সামনে ঘটলেও, তারা কি সত্যিই কিছু জানতো না?
সিপি