স্বাধীনতার ৫৪তম বর্ষপূর্তিতে ‘ফেইল্ড ক্যামেরা স্টোরিজ’-এর আয়োজনে অনুষ্ঠিত হল ‘বাংলাদেশের স্বাধীনতা: দায় আর্দ্দে দরদ’র চট্টগ্রাম।’
বুধবার (২৬ মার্চ) বিকেল তিনটায় চিটাগাং ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয় ফেইল্ড ক্যামেরা স্টোরিজের পরিচালক সাইদ খান সাগরের পরিচালনায়।
এতে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেল, দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনেওয়াজ, গণসংহতি আন্দোলনের নেতা হাসান মারুফ রুমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুবার আড্ডার সূত্রধর ও কালচারাল অ্যাকটিভিস্ট জাহেদ আহমাদ, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের প্রতিনিধি শামসুল আরিফ ফাহিম।
প্যানেল আলোচকদের মধ্যে আরও ছিলেন লেখক মুকিত ওসমান চৌধুরী, থিয়েটার কর্মী আরাফাত লোকমান হাকিম, কালচারাল অ্যাকটিভিস্ট ইফফাত ফাইরুজ ইফা, নুজহাত তাবাসসুম, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক তাসনিম মাহফুজ, সাংবাদিক ইশাত মান্নান, ছাত্র প্রতিনিধি শাহরিয়ার ফারুক ভুইয়া, স্টুডেন্ট অ্যাকটিভিস্ট ফাহমিদা ইয়াসমিন, ফেইল্ড ক্যামেরা স্টোরিজের সহযোগী পরিচালক ঋত্বিক বড়ুয়া, ফেইল্ড ক্যামেরা স্টোরিজের অ্যাকটিভিস্ট অহনা বড়ুয়া, আবু নাছের আলিফ, সুদীপ্ত চৌধুরী, মেহেদি হাসান, সাজেদ বিন হেলাল প্রমুখ।
আলোচকরা চট্টগ্রামের ফ্যাসিবাদি সাংস্কৃতিক বন্দোবস্ত ভেঙে নতুন করে চট্টগ্রামের মানুষের জন্য ‘দায় ও দরদ’ দিয়ে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার জন্য ঐক্য গঠনের আহ্বান জানান।