চট্টগ্রামের পতেঙ্গায় বাসার তালা ভেঙে ঢুকতে গিয়ে স্থানীয় জনতার বাধার মুখে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়েছে দুই যুবক। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে পতেঙ্গা থানার উত্তর মুসলিমাবাদ সৈকত আবাসিক এলাকার জসিমের বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর পতেঙ্গা থানার উত্তর মুসলিমাবাদ সৈকত আবাসিক এলাকায় জসিমের বিল্ডিংয়ের ২য় তলার ভাড়া বাসায় গার্মেন্টস দম্পতি বসবাস করেন। ঈদের ছুটিতে নিজ বাড়িতে যাওয়ার কোনো লোক ছিল না বাসায়। ঘর ফাকা পেয়ে দুপুর দেড়টার দিকে তালা ভেঙে ঘরে ঢুকার চেষ্টা করেন অপরিচিত দুই যুবক।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এদের একজনের পড়ে ছিল সাদা প্যান্ট, কালো পাঞ্জাবি এবং অপরকজনে ছিল গেঞ্জি ও মাথায় টুপি। স্থানীয়রা চোর চোর বলে চিৎকার দিলে দু’জন গুলি ছুঁড়তে ছুঁড়তে পালাতে থাকে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গুলি ছোঁড়ার খরব পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। স্বামী-স্ত্রী দু’জনে গার্মেন্টসে চাকরি করে। আমরা গিয়ে তাদের কাউকেই পাইনি। কারও সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করা যায়নি। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
আরএ/ডিজে