চট্টগ্রাম নগরীর চকবাজারের চট্টেশ্বরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৭৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অজ্ঞাত হিসেবে আসামির তালিকায় আরও রয়েছে ৪০-৫০ জন। আসামিদের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অপরাধীদের আশ্রয় প্রদানের’ অভিযোগ আনা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বাদি হয়ে মামলাটি করেন।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন—নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন, সরাইপাড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য নওশাদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য গিয়াস উদ্দিন সুজন, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আজিম, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বাবু, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহাম্মদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সাইফুল আলম লিমন, নগর যুবলীগের যুগ্ম সম্পাদক মো. সাজিদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান, নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম সামদানি জনি, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এমআর আজিমসহ আরও অনেকে।
এজাহারে মামলার বাদি উল্লেখ করেন, গত ২৫ মার্চ সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে গোলপাহাড় মোড়ে অবস্থানকালে তিনি বেতার যন্ত্রের মাধ্যমে সংবাদ পান, ছাত্রলীগের নেতাকর্মীসহ আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী সরকারবিরোধী বিভিন্ন স্লোগানসহ মিছিল করছে। সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলে অংশগ্রহণকারীরা কৌশলে অলি-গলি দিয়ে পালিয়ে যায়। আসামিরা ছাত্রলীগের নামে বিভিন্ন স্লোগান ও সরকারবিরোধী উস্কানিমূলক স্লোগান দেয়।
ঘটনাস্থল থেকে আসামিদের ফেলে যাওয়া ১০টি কাঠের লাঠি এবং ১৮টি ইটের ভাঙা টুকরা জব্দ করা হয় বলে উল্লেখ করা হয় মামলার এজাহারে।
এ ঘটনায় বাকলিয়ার নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন সরকারের নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কাজ পরিচালনা করতে ঘটনাস্থল, আশেপাশে অবস্থান ও সমর্থন, দেশে-বিদেশে থেকে সহায়তাসহ বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম করতে প্ররোচিত করেছে বলে জানান।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, মঙ্গলবার নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় বুধবার পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে। মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে। ইতোমধ্যে প্রায় ১০ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর চট্টেশ্বরী রোডে ঝটিকা মিছিল করে ছাত্রলীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী।
মিছিলের ৩৯ সেকেন্ডের ভিডিও চিত্রে দেখা গেছে, ২৫ থেকে ৩০ জন যুবক শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছে। এ সময় তারা ‘স্বাধীনতার এইদিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। অনেকে মিছিলের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন।
ডিজে