‘মাফিয়া’ মন্তব্যে জ্বলছে এনসিপি, শোকজ খেলেন দুই জোবাইরুল!

‘শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করেছি, এখন আমরাই বড় মাফিয়া’—এ ধরনের বিতর্কিত বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। এর একদিন আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটি গঠনে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে ‘সার্চ কমিটি’ গঠনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিসি)–এর যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জোবাইরুল হাসান আরিফকে কারণ দর্শাতে বলা হয়েছে।

৯ ও ১০ জুন এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পর পর দুটি নোটিশে তিন কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

‘আমরাই বড় মাফিয়া’ বলে তোপের মুখে জোবাইরুল মানিক

জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) নোটিশে বলা হয়েছে, ৯ জুন (সোমবার) চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জোবাইরুল আলম মানিকের দেওয়া বক্তব্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে। এতে বলা হয়, ওই বক্তব্য জনপরিসরে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং দলকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে।

এ অবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল-আমিনের কাছে জমা দিতে বলা হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোবাইরুল আলম মানিক বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। ১৬-১৭ বছরে কেউ এই নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে, তারা ক্যাম্পাসে ফিরে যাক—তাহলে আমরা বলব, শেখ হাসিনার মতো ১৬ বছরের একজন মাফিয়াকে হটাতে পেরেছি। এখন যদি কেউ আবার মাফিয়া হতে চায়, তাকে বলব—বাংলাদেশে এখন যদি বড় মাফিয়া থাকে, আমরাই বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া আর কেউ নেই।’

সার্চ কমিটি দিয়ে শোকজের মুখে জোবাইরুল আরিফ

চট্টগ্রামে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সার্চ কমিটি গঠন: এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফকে শোকজ

এদিকে চট্টগ্রামে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সার্চ কমিটি গঠনের অভিযোগে গত ৯ জুন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে দেওয়া অপর এক চিঠিতে এ শোকজ নোটিশ পাঠানো হয় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফকে।

দলীয় সূত্রে জানা যায়, গত ৬ জুন চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটি গঠনের জন্য জোবাইরুল হাসান আরিফের স্বাক্ষরিত ও অনুমোদিত একটি ‘সার্চ কমিটি’ গঠনের বিষয়টি কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদের নজরে আসে।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘অঞ্চল তত্ত্বাবধায়ক’ হিসেবে জোবাইরুল হাসান আরিফের সার্চ কমিটি গঠনের কোনো এখতিয়ার নেই এবং কেন্দ্র থেকেও এ ধরনের কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। ফলস্বরূপ তার স্বাক্ষরিত সার্চ কমিটিকে সাংগঠনিক নীতি বহির্ভূত ও অবৈধ ঘোষণা করে তা বাতিল করে দেওয়া হয়েছে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, দলীয় নীতির পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে কেন জোবাইরুল হাসান আরিফের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী তিন দিনের মধ্যে রাজনৈতিক পর্ষদে জমা দিতে হবে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm