পেকুয়ায় ইঁদুর মারার ওষুধ খেয়ে কিশোরের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় ইঁদুরনাশক ওষুধ খেয়ে মো. সোহেল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বটতলিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

সোহেল (১৭) ওই এলাকার মো. কালুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম বলেন, সোমবার রাত ৯টার দিকে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে পড়ে সোহেল। তার মুখ দিয়ে গন্ধ আসছিল। সোহেলকে তার স্বজনরা দ্রুত পেকুয়া নুর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থা অবনতি হলে রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল। তবে কী কারণে তিনি ট্যাবলেট খেয়েছে জানি না।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও নুর হাসপাতালের ডিরেক্টর ডা. মুজিবুর রহমান বলেন, রাতে মুমূর্ষু অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করে। পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পেরেছি, তিনি ইঁদুর মারার ট্যাবলেট খেয়েছে। এ ধরনের ট্যাবলেটে মারাত্মক মৃত্যুঝুঁকি থাকে। তাই তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm