হিন্দু এইড ইউ কে শাখার বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। সভায় কার্যকরী কমিটিতে দুই নতুন সদস্যকে স্বাগত জানানো হয়।
শুক্রবার (৬ জুন) লন্ডনের হায়দ্রাবাদ প্যারাডাইজে এই এজিএমের আয়োজন করা হয়।
হিন্দু এইড ইউকে’র প্রধান সমন্বয়কারী ড. সুকান্ত মৈত্র সভার সূচনা করেন। তিনি হিন্দু এইড ইউকে’র অন্তর্ভুক্তিমূলক মূল্যবোধ তুলে ধরে বলেন, এই নীতিতে বিশ্বাসী সকলেই এই উদ্দেশ্যে অবদান রাখতে স্বাগত।
প্রশাসন সমন্বয়কারী অনুপম সাহা পূর্ববর্তী বছরের বার্ষিক সাধারণ সভা কার্যবিবরণী বিতরণ করেন এবং মূল অর্জনগুলির সারসংক্ষেপ তুলে ধরেন।
কোষাধ্যক্ষ সুজয় সাহা আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং তপন সাহা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার প্রস্তাব দেন। এছাড়া শুচিস্মিতা মৈত্র যুব সমন্বয়ের ওপর প্রতিবেদন করেন।
নন্দিতা সাহা সাংস্কৃতিক দলের প্রতিবেদন অনলাইনে জমা দেন, দীপ শর্মা গালা ডিনার ম্যাগাজিনের সাফল্যের উপর আলোকপাত করেন এবং শান্তনু দাশগুপ্ত বিদেশি প্রকল্পগুলো উপস্থাপন করেন। সভায় মিহির সরকার বর্তমান প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং সংগঠনের বৃদ্ধির উপর জোর দেন।
এতে বক্তব্য দেন পিল্টন দে, কমল সাহা, অধীর দাস, অজিত সাহা এবং জনসংযোগ প্রধান চিন্ময় চৌধুরী সুজিত সেন, দীপঙ্কর সরকার, অমিতাভ বণিক, রঞ্জিত সাহা, প্রসনজিৎ পাল, নারায়ণ ভট্টাচার্য, প্রভাংশু মজুমদার, অনঘ রায় এবং শ্যামল দত্ত।
শ্রী অনুপম সাহার নতুন কার্যকরী কমিটির আনুষ্ঠানিক উপস্থাপনা এবং অজিত সাহা নতুন ট্রাস্টি বোর্ডের পরিচয় করিয়ে দেন। নবনিযুক্ত কার্যকরী কমিটির অংশ হিসেবে দুই নতুন সদস্য দেবাশীষ বণিক এবং ব্যারিস্টার শুভাগত দে-কে কমিটিতে স্বাগত জানানো হয়।