দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদের হাতে উঠেছে ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’। সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননায় দেওয়া হয়।
শনিবার (৪ অক্টোবর) বিকাল ৫টায় রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে মানবাধিকার প্রতিদিন পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে আয়োজন করা হয়৷ ওই অনুষ্ঠানে তাকে এ সম্মাননা পান মাসুদ।
১৯৯৬ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত হন মাসুদ। ২০১৫ সালে দৈনিক সবুজ বাংলাদেশ যাত্রা শুরু করলে নিজেই সংবাদ লেখা, সম্পাদনা ও পরিবেশনা করতে থাকেন।
সম্মাননা পেয়ে মোহাম্মদ মাসুদ মানবাধিকার প্রতিদিন কর্তৃপক্ষকে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যিনি সম্মান দেন এবং যিনি সম্মান পান উভয়েই সম্মানিত।
তিনি বলেন, আমি আমার সাংবাদিকতায় নানান বাধা-বিপত্তির মধ্যেও বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশে অবিচল ছিলাম। যতেদিন বেঁচে থাকবো, ঠিক সত্যের সাথেই থাকবো, ইনশাআল্লাহ।