হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগের চিকিৎসা নিয়ে পার্কভিউ হাসপাতালের সেমিনার

হৃদরোগ একটি প্রাণঘাতী সমস্যা, যা অনেক সময় রোগীর দ্রুত চিকিৎসার সুযোগ না দিয়ে জীবন-মৃত্যুর সঙ্কটে ফেলতে পারে।

হৃদরোগ চিকিৎসায় বিশ্বমানের ক্যাথল্যাব ও পিসিআর ল্যাব টেস্ট সেবার গুরুত্ব তুলে ধরে মঙ্গলবার (১২ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। সঞ্চালনা করেন অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. আহমেদ রহিম।

প্রধান বক্তা ছিলেন পার্কভিউ হসপিটালের সম্মানিত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আ ই ম ন জাহাঙ্গীর সেলিম।

সভাপতিত্ব করেন হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার মজুমদার।

প্রধান বক্তা ডা. জাহাঙ্গীর সেলিম পার্কভিউ হসপিটালের ক্যাথল্যাবের অত্যাধুনিক প্রযুক্তি ও হৃদরোগ চিকিৎসার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে আগত অতিথিরা স্বাস্থ্য কমপ্লেক্সের খালি আঙিনায় শুভেচ্ছা স্মারক হিসেবে বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ্, সার্জন ডা. আব্দুর রহিম, স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্টগণ ও অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm