পটিয়ার হুলাইন ছালেহ-নূর ডিগ্রি কলেজ মসজিদের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। কলেজ পরিচালনা কমিটির (এডহক) দায়িত্ব নিয়েই এ কাজ শুরু করেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণকাজ উদ্বোধন করেন পরিচালনা কমিটির সভাপতি মো. ইসহাক চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. তৈয়বুর রহমান, কমিটির সদস্য এম মুসা খান, প্রাক্তন সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান খান, বর্তমান সদস্য ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও চট্টগ্রাম প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ আকবরী, অধ্যাপক আজম খান, ঠিকাদার ইঞ্জিনিয়ার ইব্রাহিম মোড়ল, মোহাম্মদ হাসান ও নয়ন।
পরে মোনাজাত পরিচালনা করেন ফখর খান জামে মসজিদের ইমাম হাফেজ মৌলানা মাহমুদউল্লাহ।