মহামারি করোনার দ্বিতীয় ধাক্কায় দেশব্যাপী চলছে ‘কঠোর লকডাউন’। লকডাউনের কারণে অসহায় হয়ে পড়া চট্টগ্রামের দুস্থ ও উপার্জনক্ষম পাঁচ শতাধিক মানুষের এসে দাঁড়ালো দেশের অন্যতম বৃহৎ পোশাকশিল্প গ্রুপ ফোর এইচ।
শনিবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) মাধ্যমে এসব ‘উপহার সামগ্রী’ বিতরণের জন্য সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের পক্ষে সদরের উপ-কমিশনার আমির জাফরের হাতে তুলে দেন ফোর এইচ গ্রুপের উপ-মহাব্যবস্থাপক একেএম হেলালুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিএমপি সিটি স্পেশাল ব্রাঞ্চের উপ-কমিশনার মো. মঞ্জুর মোর্শেদ, ফোর এইচ গ্রুপের প্রশাসন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সিএমপি সিটি স্পেশাল ব্রাঞ্চের সহকারী কমিশনার আতিক আহমেদ চৌধুরী।
ফোর এইচের উপ-মহাব্যবস্থাপক একেএম হেলালুজ্জামান জানান, ‘ফোর এইচ গ্রুপ সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। তারই অংশ হিসেবে লকডাউনের কঠিন সময়ে অসহায় পাঁচ শতাধিক মানুষের পাশে দাঁড়াল ফোর এইচ গ্রুপ। আমাদের দেয়া প্রতিটি ‘উপহার প্যাকেটে’ রয়েছে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল ও ১ লিটার তেল। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগপূর্ণ সময়ে ফোর এইচ মানুষের পাশে থাকবে।’ এ সময় তিনি সিএমপিকে বিশেষ ধন্যবাদ দেন।