সিএনজি অটোরিকশায় এক দম্পতির ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণ ও নগদ প্রায় অর্ধলাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
রোববার ( ২৮ সেপ্টেম্বর) সিসিটিভি ফুটেজ দেখে বাকলিয়া থানার বাদিয়ারটেক এলাকা থেকে স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ৬টা ১০টায় পরিবার নিয়ে সিএনজি অটোরিকশা করে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা থেকে শরীয়তপুরের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সাইফুল ইসলাম (৩৯)। চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন সংলগ্ন গ্রামীণমাঠ এলাকায় পৌঁছে তারা ভাড়া দিয়ে স্বর্ণ ও টাকার ব্যাগ রেখে অটোরিকশা থেকে নেমে যান।
পরে সিএনজি অটোরিকশাটি খুঁজে না পেয়ে সাইফুল ইসলাম কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর বাকলিয়া থানার বাদিয়ারটেক এলাকায় থেকে অটোরিকশা চালকসহ ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানাম, অভিযোগের পরপরই সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে সিএনজিটি শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে বাকলিয়া থানার বাদিয়ারটেক এলাকায় থেকে চালক, স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
আরএ/ডিজে