চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটির উদ্যোগে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে এ র্যালির আয়োজন করা হয়। দুপুর ২টার দিকে র্যালিটি ঝর্ণাপাড়া তিন রাস্তার মোড় থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নজির আহমেদ চৌধুরী রোডে গিয়ে শেষ হয়।
কমিটির সভাপতি মুহাম্মদ মিয়া ফেরদৌস সওদাগরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল হালিম বাবু, হাবীব উল্লাহ, দৌলত খান, সাধারণ সম্পাদক নুরুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মারুফ বিন মোস্তফা, শিক্ষা সম্পাদক রেজাউল করিম খোকন, দপ্তর সম্পাদক ইউসুফসহ আরও অনেকে।
বক্তারা এলাকা মাদকমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা ঘোষণা দেন, নিজেরা মাদকসেবন করবেন না এবং অন্য কাউকে মাদকদ্রব্য গ্রহণে উৎসাহিত করবেন না। পাশাপাশি মহল্লার সার্বিক শৃঙ্খলা রক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।