সাতকানিয়ায় মাদ্রাসাছাত্রের লাশ ভাসছিল খালে

চট্টগ্রামের সাতকানিয়ায় খালের পানিতে ভাসমান অবস্থায় হেফজখানার এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরপাড়া আলিয়া মাদ্রাসার পূর্ব পাশের ব্রিজের নিচে খালের পানি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম ইয়াছিন আরাফাত(১৩)। তিনি সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর পাড়ার সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে ও পৌরসভার খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

নিহত আরাফাতের মা বাবলী বেগম জানান, তাহারা স্বপরিবারে পুরান ঢাকায় বসবাস করতেন। পুরান ঢাকার লালবাগের একটি মাদ্রাসায় তাদের ছেলে ইয়াছিন আরাফাত পড়াশোনা করত। ৩০ আগস্ট আমার স্বামী সৌদি আরব চলে যাওয়ায় আমরা সকলে গ্রামের বাড়িতে চলে আসি। এখানে আসার পর ছেলেকে পৌরসভার খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসায় হেফজখানায় ভর্তি করিয়ে দিই। শনিবার সকালে লোকজনের মাধ্যমে খবর পাই, আমাদের পাড়ার পাশ্ববর্তী খালে একটি লাশ ভাসছে। ওইখানে গিয়ে দেখি ওই লাশ আমার ছেলে আরাফাতের।

নিহত আরাফাতের চাচা মহি উদ্দীন মিন্টু জানান, বৃহস্পতিবার আছরের নামাজের পর আরাফাত মাদ্রাসা থেকে বের হয়ে মাদ্রাসায় না যাওয়ায় আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পাইনি। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরাফাতের লাশ শনাক্ত করি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm