অস্ত্র ও গুলিসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ার নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই নেতা অস্ত্র ও গুলিসহ ধরা পড়েছেন বোয়ালখালীতে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

রোববার (১১ মে) চট্টগ্রাম প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ার।

আটক দুজন হলেন—গিয়াস উদ্দিন সাব্বির (৩২) ও তার সহযোগী শাহীন (২৬)। গিয়াস উদ্দিন সাব্বির পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও শাহীন পটিয়া পৌরসভা ছাত্রলীগের সদস্য।

বোয়ালখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া-বোয়ালখালী উপজেলার সীমান্ত এলাকা মিলিটারি পুল এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন সাব্বিরকে অস্ত্রসহ আটক করা হয়। একইদিন রাতে বোয়ালখালী সদর এলাকায় অভিযান পরিচালনা করে ছাত্রলীগ নেতা শাহীনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আরও আইনি প্রক্রিয়া শেষ করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পটিয়া থানায়ও একাধিক মামলা রয়েছে।

বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ার বলেন, অস্ত্র ও গুলাবারুদ সহ পটিয়ার দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm