চট্টগ্রামের লোহাগাড়ায় জিপ গাড়ির চাকা পাল্টাতে গিয়ে তারেকুল ইসলাম নামে এক গাড়ির হেলপারের প্রাণ গেছে।
রোববার (১১ মে) দুপুর ২টার দিকে লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান বাংলা বাজার এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মুহাম্মদ তারেকুল ইসলাম (২৩) উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পহরচাঁন্দা গ্রামের মৃত নুরুল কবিরের ছেলে।
স্থানীয়রা জানান, তারেক ওই জিপ গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন। আজ গাড়ির চাকা নষ্ট হলে নিজেই চাকা মেরামত করা শুরু করে। হঠাৎ গাড়ির নিচে পড়ে হেল্পার তারেকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তারেকের প্রতিবেশী আব্দুল গণী জানান, পশ্চিম কলাউজান বাংলা বাজারের দক্ষিণে বাহাদুর পাড়া ব্রিকস্ ফিল্ডের পাশের রাস্তায় জিপ গাড়ির চাকা নষ্ট হওয়ায় চাকা পরিবর্তন করছিল তারেক। চাকা খুলে স্ট্যান্ডিং জগের ওপর গাড়ি দাঁড়ানো অবস্থায় চাকা পর্যবেক্ষণ করার জন্য গাড়ির নিচে ডুকে তারেক। এ সময় হঠাৎ জগ সরে গেলে গাড়িটির সম্পূর্ণ ভার তার উপর পড়ে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তারেকুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ডিজে