গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের আনোয়ারার পেশাদার সাংবাদিকরা।
সোমবার (১১ আগস্ট) বিকাল ৪টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কালবেলা’র জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক যায়যায়দিন’র এম আনোয়ারুল হক, আজাদী’র এম নুরুল ইসলাম, প্রথম আলো’র এম মোরশেদ হোসেন, দেশ রুপান্তর’র জাহেদুল হক, পূর্বকোণ’র হুমায়ুন কবির শাহ সুমন, সময়ের আলো’র এনামুল হক নাবিদ, সি-প্লাস’র রেজাউল করিম সাজ্জাদ, আজকের পত্রিকা’র ইমরান হোসেন, বিজয় টিভি’র হিজবুল্লাহ সোহেল, ইনফো বাংলা’র ফরহাদুল ইসলাম, ইত্তেফাক’র জাহিদ হাসান, চট্টগ্রাম প্রতিদিন’র কাঞ্চন সুশীল।
আরও বক্তব্য দেন সমকাল’র নেজাম উদ্দিন, বাংলাদেশ সমাচার’র আনোয়ারুল আজিম, আমাদের সময়’র ইকবাল বাহার, মানবজমিন’র রিয়াদ হোসেন, জনকণ্ঠ (অনলাইন) জামশেদুল আলম, নয়াদিগন্ত’র নুরুল কবির, নয়া বাংলা’র আক্কাস উদ্দিন, সকালের সময়’র মহিউদ্দিন মঞ্জুর, ইনকিলাব’র জাবেদুল ইসলাম, জনবাণী’র শেখ আবদুল্লাহ, দৈনিক বাংলা’র রহিম সৈকত ও আমার বার্তা’র সাইদুর রহমান রনি।
এসময় বক্তারা অনতিবিলম্বে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিন, সাগর-রুনিসহ বিগত দিনে সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবি জানান। তারা বলেন, সাংবাদিকরা জাতির মুখপাত্র, কোনো দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সাংবাদ প্রকাশ হলেই সাংবাদিকদের নির্যাতন হত্যা শুরু করে। দেশের প্রচলিত আইনে সাংবাদিকদের সুরক্ষার বা নিরাপত্তার আইন হয়নি। বরং প্রতিটি সরকার সাংবাদিকদের মুখ বন্ধ করার মতো কালো আইন করে গেছেন।
মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
ডিজে