চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে চারটি বাসের অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। একইসঙ্গে তাদের পৃথক তিনটি মামলায় সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দক্ষিণ হাশিমপুর এলাকার এমএ কাশেম অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশন এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় ও চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এ অভিযান চালান।
অভিযানে চারটি বাসের আটটি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং তিনটি পৃথক মামলায় সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।
ডিজে