চট্টগ্রামের আনোয়ারার বঙ্গোপসাগরের রায়পুর অংশে ভেসে এসেছে অজ্ঞাত এক যুবকের মরদেহ। ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।
বুধবার (৩০ জুলাই) দুপর ১২টার সময় উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়ন এর ফুলতলী সমুদ্র সৈকতে অজ্ঞাত মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বুধবার ১২টার সময় রায়পুর ইউনিয়নের বঙ্গোপসাগরে তীরবর্তী ফুলতলী সমুদ্র সৈকতে একটি অজ্ঞাত মরদেহটি দেখা যায়। মরদেহটির পরনে ছিল শুধু টাউজার প্যান্ট। মরদেহটির আনুমানিক বয়স ২৫ বছর। জোয়ারের পানিতে ভেসে ফুলতলী সৈকত এলাকায় উঠে আসলে ভাটা হলে মরদেহটি কূলে আটকা পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে বার আওলিয়া নৌ-পুলিশের এসআই আব্দুর রহমান বলেন, রায়পুর এলাকায় বঙ্গপোসাগরে একটি লাশ ভেসে আসার খবর পেয়েছি। মরদেহটি উদ্ধার করতে আমরা ঘটনাস্থলে যাই। লাশের গায়ে কোনো ক্ষত চিহ্ন দেখা যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিজে