চট্টগ্রামের কর্ণফুলীতে মসলা বাটার নোড়ার (শিল) আঘাতে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকেই পলাতক।
বুধবার (৩০ জুলাই) রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ কুনসুমা বেগম (৪০) বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা। তার স্বামী অভিযুক্ত আজিজ মিয়া পেশায় রাজমিস্ত্রি ও দিনমজুর।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে পরিবার নিয়ে খোয়াজনগরে নুরুল আবছারের মালিকানাধীন বাড়িতে ওঠেন এ দম্পতি। ঘটনার রাতে দাম্পত্য কলহের এক পর্যায়ে রান্নাঘরে থাকা শিল তুলে স্ত্রীর মাথায় আঘাত করেন আজিজ।
রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
জমিদার নুরুল আবছার বলেন, সকালে শুনি, আমার ভাড়াটিয়া একজন আরেকজনকে মেরে ফেলেছে। পুলিশ এসে দেখছে।
স্থানীয় ইউপি সদস্য তাহের আহমেদ বলেন, ঘটনার কথা শুনে ঘটনাস্থলে যাচ্ছি। কী নিয়ে এমন ঘটনা, তা এখনও পরিস্কার নয়।
চরপাথরঘাটার ঘটনাস্থল থেকে এসআই রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ড। মরিচ বাটার শিলের আঘাতেই মৃত্যু হয়েছে বলে তথ্য মিলেছে। অভিযুক্ত স্বামী পলাতক।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গেছে। মৃতদেহ চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
নিহত কুনসুমার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তাদের বড় মেয়ে বিবাহিত।
জেজে/ডিজে