সিএমপির তিন থানায় ওসি অদল-বদল

চকবাজারে সুলতান, চান্দগাঁওয়ে জাহেদ, বন্দরে আফতাব

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিনটি থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। বদলির আওতায় এসেছে চকবাজার, বন্দর ও চান্দগাঁও থানা।

বুধবার (৩০ জুলাই) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদলের তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, চকবাজার থানার ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করা হয়েছে চান্দগাঁও থানায়। বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিনকে দেওয়া হয়েছে চকবাজার থানার দায়িত্ব। আর চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনকে বদলি করা হয়েছে বন্দর থানায়।

সিএমপি সূত্র জানিয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জেজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm