আবুধাবি থেকে চট্টগ্রামে এল পাকিস্তানের নিষিদ্ধ ‘ডিউ ক্রিম’, বিমানবন্দরে ধরা

চট্টগ্রাম বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে পাকিস্তানের নিষিদ্ধ ‘ডিউ ক্রিম’ উদ্ধার করা হয়েছে। তারা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ভোরের ইউএস-বাংলার ফ্লাইটে চট্টগ্রামে আসে। এছাড়া তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ সিগারেটও উদ্ধার করা হয়।

উদ্ধার করা ক্রিমের সংখ্যা ৯২০ পিস এবং প্লাটিনাম সিগারেট ১৯০ কার্টন। এর মধ্যে ক্রিমগুলোর বাজারমূল্য ৩ লাখ ২২ হাজার টাকা ও সিগারেটের বাজারমূল্য ৬ লাখ ৬৫ হাজার টাকা।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগ স্ক্যানিং করে এসব ক্রিম ও সিগারেট শনাক্ত করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা।

দুই যাত্রী হলেন—ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা নূর নবী এবং চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা মো. মিজানুর রহমান। তাদের পাসপোর্ট নথিভুক্তের পর সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ইব্রাহিম খলিল জানান, ৯২০ পিস নিষিদ্ধ ক্রিম এবং প্লাটিনাম সিগারেট ১৯০ কার্টন জব্দ করা হয়েছে। এগুলোর বাজারমূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা। দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে। তাদের জরিমানার পর সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

২০ জুলাইও দুবাইফেরত দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে ২ হাজার ৭৬ পিস নিষিদ্ধ ‘গৌরী ক্রিম’ জব্দ করা হয়। পাশাপাশি ১৬৫ কার্টন সিগারেটও জব্দ করা হয়। দুটি পণ্যের বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

এর আগে ২০২৩ সালের জুনে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান থাকায় পাকিস্তান, ভারত ও চীনে তৈরি ত্বকের ‘রং ফর্সাকারী’ ১৮ ধরনের ক্রিমসহ ১৯টি স্ক্রিন ক্রিম ও লোশন নিষিদ্ধ করে মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ভোক্তাদেরও এসব পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানায় প্রতিষ্ঠানটি।

নিষিদ্ধ পণ্যগুলোর মধ্যে রয়েছে–পাকিস্তানের গৌরী কসমেটিকসের গৌরী ক্রিম, এসজে এন্টারপ্রাইজের চাঁদনী ক্রিম, কিউসি ইন্টারন্যাশনালের নিউ ফেস, ক্রিয়েটিভ কসমেটিকসের ডিউ, নুর গোল্ড কসমেটিকসের নুর হারবাল বিউটি ক্রিম, নুর গোল্ড কসমেটিকসের নুর গোল্ড বিউটি ক্রিম, গোল্ডেন পার্ল কোম্পানির গোল্ডেন পার্ল ক্রিম, চীনের শুয়াংজ বায়ো টেকনোলজির ডা. রাসেল নাইট ক্রিম ও ভারতের অ্যারোমা কেয়ার কসমেটিকসের ডা. ডেভি স্কিন লোশন ইত্যাদি। নামবিহীন প্রতিষ্ঠানের ফোর কে প্লাস এবং জাওলি নামের দুটি ক্রিম রয়েছে নিষিদ্ধের তালিকায়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm