চট্টগ্রামে আন্তধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে ‘শান্তির জন্য চারা রোপণ’

আন্তধর্মীয় সহাবস্থান, পরিবেশ-সচেতনতা এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রিলিজিয়নস ফর পিস (আরএফপি) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ট্রি প্ল্যান্টিং ফর পিস’ বা শন্তির জন্য চারা রোপণ কর্মসূচি। আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় ‘চট্টগ্রাম পিস সামিট’-এর প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বোয়ালখালী উপজেলার কানুঙ্গোপাড়ার পূর্ব আমুচিয়ায় সোমবার (২৮ জুলাই) বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে নেতৃত্ব দেন আরএফপি বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. মাছুম আহমেদ। তাঁর সঙ্গে চট্টগ্রাম শহর থেকে অনুষ্ঠানে যোগ দেন সংগঠনের কোষাধ্যক্ষ কবি বিশ্বজিৎ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক তাহের, নির্বাহী সদস্য প্রফেসর মো. জসিম উদ্দিন, রেভারেন্ট কাঞ্চন বড়ুয়া, মুক্তা চক্রবর্তী এবং শান্তিকর্মী এলি রানী বড়ুয়া।

চারা রোপণ কার্যক্রমে কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও সোনালু ফুলের চারা স্থানীয় উপাসনালয়গুলোর প্রতিনিধিদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। একটি মসজিদের আঙিনায় চারা রোপণের জন্য স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন এবং একটি মন্দিরের প্রাঙ্গণে রোপণের জন্য মন্দিরের পুরোহিত চারা গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব আমুচিয়া সার্বজনীন আর্য্য মৈত্রেয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শরণপাল ভিক্ষু, বিহার পরিচালনার কমিটির সভাপতি বাবু নয়ন বড়ুয়া, সাধারণ সম্পাদক বাবু রিটন বড়ুয়া এবং সদস্য বাবু সুজন বড়ুয়া, দুলাল বড়ুয়া, নিপুল বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে প্রফেসর ড. মাছুম আহমেদ বলেন, আমরা গাছ লাগাচ্ছি, শুধু অক্সিজেনের জন্য নয়- এই গাছ হবে আমাদের বিশ্বাস, ভালোবাসা আর শান্তির প্রতীক। পরিবেশ সুরক্ষা এবং আন্তধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন। এর মাধ্যমে শুধু গাছ নয়, সমাজে শান্তি ও সহাবস্থানের বীজও রোপিত হলো বলে তিনি মত প্রকাশ করেন।

আরএফপি বাংলাদেশ বিগত কয়েক বছর ধরে জাতিগত, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহনশীলতা গড়ে তুলতে নানা শান্তিমূলক কর্মসূচি চালিয়ে আসছে। পরিবেশ-সচেতনতা ও ধর্মীয় সম্প্রীতির বুনন হিসেব চারা রোপণ কর্মসূচি তারই ধারাবাহিকতা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm