আন্দোলনের মুখে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য বাণিজ্য মেলা বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান মেলার কাজ বন্ধ করে দেন।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে অনুমোদন পাওয়ার দাবি করে ‘বাংলাদেশ বেনারসি মুসলিম অ্যান্ড জামদানি সোসাইটি’ নামে একটি সংগঠনের নামে বাণিজ্য মেলার আয়োজন করা হয়। তারা মাঠে স্টল এবং স্থাপনা নির্মাণ কাজও শুরু করে। এনিয়ে ব্যাপক সমালোচনা হলে স্থানীয় ক্রীড়া ও সামাজিক সংগঠনের নেতারা সম্মিলিতভাবে কর্মসূচি পালন করতে থাকে। পরে মেলা বন্ধের নির্দেশ দিলে প্রতিবাদ কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার সকালে আন্দোলনরত নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠক করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আব্দুর শুক্কুর, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উত্তর জেলা যুগ্ম সচিব আসলাম মোর্শেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও প্রেস ক্লাবের যুগ্ম সচিব খোরশেদ আলম শিমুল, জাগৃতির সভাপতি মো. ওসমান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)’র সিনিয়র সদস্য এম নাজমুল ইসলাম, হাটহাজারী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু তালেব, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুর মান্নান দৌলত।
বক্তারা বলেন, যুগ যুগ ধরে উপজেলা সদরের চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠটি উপজেলার ইতিহাস-ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ এবং উপজেলা সদরের কেন্দ্রীয় মাঠ হিসেবে পরিচিত। ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র এই মাঠে স্কুল, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের নানা খেলাধুলার আয়োজন হয়ে থাকে নিয়মিত। এ মাঠে বাণিজ্য মেলা করলে একদিকে যেমন নিয়মিত খেলাধুলায় বাধা সৃষ্টি হতো, অন্যদিকে মাঠের স্বাভাবিক গঠন ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। মাঠে মঞ্চ নির্মাণ, মাঠের চারদিকে স্টল নির্মাণ, খুঁটি পুঁততে গর্ত খনন এবং ভারী যানবাহন চলাচলের কারণে মাঠের ঘাস ও মাটি ক্ষতিগ্রস্ত হওয়ারও আশঙ্কা ছিল।
সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পরিবেশ ও বন মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-বিএইচআরএফ’র মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানসহ চট্টগ্রামের সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং হাটহাজারী প্রেস ক্লাব কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সভায় অন্যদের মধ্যে হাটহাজারী খেলোয়ার সমিতির সাধারণ সম্পাদক সোহেল সিদ্দিকী, জাগৃতির সম্পাদক সোহেল রানা, ব্যবসায়ী সমিতির সদস্য সচিব জসীমউদ্দীন বাবুল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি আলী আজম, কামালপাড়া যুব সংঘের সভাপতি মো. ওসমান, জিয়াউদ্দিন মিজান, মোহাম্মদ রায়হান, যুব ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সাইমুন, কাজী এরশাদ উপস্থিত ছিলেন।