চট্টগ্রামের আনোয়ারায় মাঠে খেলার সময় হঠাৎ এক তরুণের মৃত্যু হয়েছে। খেলতে খেলতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে বারখাইন ইউনিয়নের পদ্মপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম বিজয় দত্ত (১৯)। তিনি ওই এলাকার শিবু মহাজনের ছেলে এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির ৬ষ্ঠ পর্বের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে খেলতে নামেন তিনি। খেলার মাঝেই হঠাৎ বলেন, আমার কেমন জানি লাগছে। এরপরই সে মাটিতে লুটিয়ে পড়ে। প্রথমে সহপাঠীরা ভেবেছিলেন, ক্লান্তি বা গরমে মাথা ঘুরে পড়েছে। কিছুক্ষণ পর সহপাঠীরা বুঝতে পারেন, কিছু একটা ভীষণ ভুল হচ্ছে। এরপর তাকে দ্রুত স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়, সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, বিজয় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে।
নিহতের মামাতো ভাই বিধান মিত্র কাঁদতে কাঁদতে বলেন, বিজয় ছোটবেলা থেকেই প্রাণবন্ত ছিল। সকালে কথা হয়েছিল ওর সঙ্গে, বিকেলে যে এমন খবর শুনব ভাবতেই পারিনি।
বিজয়ের পিসেবাবু কাজল কান্তি দাশ বলেন, খেলার শেষ পর্যায়ে বলল, আমার কেমন জানি লাগছে। এরপরই মাটিতে পড়ে যায়। ক্লিনিক থেকে মেডিকেলে নেওয়া হলো, কিন্তু শেষ পর্যন্ত আর ফিরে এল না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন বলেন, তার এভাবে অকালে চলে যাওয়া আমাদের অত্যন্ত মর্মাহত করেছে। গতকাল সন্ধ্যার পর আমি খবর পাই যে, সে মাঠে খেলার সময় লুটিয়ে পড়ে এবং পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এএইচ/ডিজে


