চট্টগ্রামের রাঙ্গুনিয়ার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনুছিয়া আজিজিয়া মুহিউল ইসলাম মাদ্রাসায় বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ডা. এটিএম রেজাউল করিম সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লায় ভোট চান।
বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত বার্ষিক সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ডা. রেজাউল করিম। তিনি বলেন, রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষের উন্নয়নই আমার লক্ষ্য। আমি চাই—এই অঞ্চলের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হোক, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটুক এবং মাদক ও সন্ত্রাসমুক্ত একটি রাঙ্গুনিয়া গড়ে উঠুক।
তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ার জনগণ ঐক্যবদ্ধ থাকলে উন্নয়নের ধারায় কেউ বাধা দিতে পারবে না। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।
এছাড়াও তিনি শিক্ষার প্রসার, নৈতিকতা চর্চা এবং তরুণ প্রজন্মকে সৎ পথে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকার নুরুল হক, মাদ্রাসার পরিচালক মাওলানা ওসমান, সিনিয়র শিক্ষক মাওলানা আলমগীর জিহাদী অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
ডিজে


