ইয়াবার ‘পেমেন্ট’ নিতে বিমানে তারা ঢাকা যান, নারীসহ ধরা এই প্রথম

0

ইয়াবার বিক্রির টাকা নিতে কক্সবাজার থেকে বিমানে ঢাকায় গিয়ে ধরা খেলেন টেকনাফের তিন মাদক ব্যবসায়ী। এদের মধ্যে একজন নারী।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ওই তিন মাদক ব্যবসায়ীসহ মাদক বেচাকেনায় জড়িত একটি চক্রের মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া এই ছয়জন হলেন— তানভির মাহমুদ (৪৭), রবিন (৩২), মো. ইব্রাহিম (২৮), ইয়াকুব (২৯), মো. শামসুর আলম (৩০) এবং জবা আক্তার (২৭)। এর মধ্যে ইব্রাহিম, ইয়াকুব এবং শামসুর আলমের বাড়ি কক্সবাজারের টেকনাফে।

তাদের কাছ থেকে ৩২ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। মাদকের এই চালানটি বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ থেকে ঢাকায় যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া ইব্রাহিম, ইয়াকুব ও শামসুর টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ীদের অন্যতম।

তারা ইয়াবার বড় চালানগুলো ঢাকায় অন্যজনের মাধ্যমে পাঠিয়ে দেয়। পরে তারা ‘পেমেন্ট’ নিতে বিমানে করে ঢাকায় যান। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য তারা কোনো মোবাইল ফোনের সিম ব্যবহার করতেন না। নির্দিষ্ট একটি অ্যাপ ব্যবহার করে মাদকের লেনদেন করে আসছিলেন তারা।

জবা আক্তার নামে যে নারী গ্রেপ্তার হয়েছেন, তার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঢাকার পূর্ব শেওড়াপাড়ায় জবার নামে তিনটি বাসা ভাড়া নেওয়া আছে। সবগুলো বাসাই দামি আসবাবপত্র দিয়ে সাজানো। দেখলে মনেই হবে না এরা মাদক ব্যবসায়ী। এসব বাসায় মাদকের চালানগুলো আসে এবং পরে এসব বাসা থেকে ঢাকায় ছড়িয়ে দেওয়া হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm