কক্সবাজারের উখিয়ার পাহাড়ে ডাকাতদের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত হলেন—উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া নুরের ডেইল গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইসহাকের ছেলে নুরুল আমিন ওরফে বাবুল। অপরজন তার ভাই, তবে তার নাম জানা যায়নি।
সোমবার (২৩ জুন) রাত ৮টার দিকে উখিয়ার নিদানিয়া নুরের ডেইল গহীন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইউপি সদস্য জাকের হোসেন নিহতদের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি কক্সবাজারের ছিলাম। সেখান থেকে আসার পর ডাকাতদের গুলিতে আহত হন দুই জন। এর মধ্যে একজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ।
এ ব্যাপারে জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম বলেন, একজন নিহত হয়েছেন। বর্তমানে আমি ঘটনাস্থলে আছি।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করেন।
ডিজে