চট্টগ্রামের পটিয়ার অপহরণ ও চাঁদাবাজি মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার আসামির নাম মো. আরিফ (৩৮)। তিনি উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার আহম্মেদ ছফার ছেলে। পটিয়া থানার অপহরণ ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি তিনি। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক তার বড় ভাই।
বুধবার (২৫ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চট্টগ্রাম জেলার পটিয়া থানার অপহরণ ও চাঁদাবাজিসহ একাধিক মামলার অভিযুক্ত প্রধান পলাতক আসামি মো. আরিফ চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশের পূর্ব নাসিরাবাদ এলাকায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল আরিফকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেন। পরে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ার অপহরণ ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অভিযোগের সত্যতা স্বীকার করেছে।
পটিয়া থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের ছোট ভাই আরিফ এলাকার কিশোর গ্যাং, মাদক, অস্ত্র, জুয়া ও অপহরণসহ নানা সিন্ডিকেট গড়ে তুলে এলাকায় রাজত্ব করছেন দীর্ঘদিন ধরে। তার নেতৃত্বে একাধিক সিন্ডিকেটে ১৫-২০ জনের একেকটি গ্রুপ রয়েছে। গত ২৩ জানুয়ারি পিকআপ চালক সিদ্দিককে দিন দুপুরে হাবিলাসদ্বীপ ইউনিয়নের সেনের হাট এলাকার সাম্পানঘাটা থেকে আরিফের নেতৃত্বে তুলে নিয়ে যায় ১০-১৫ জনের একটি সশস্ত্র অপহরণকারী গ্রুপ। পরে সিদ্দিকের স্ত্রী রেশমা আকতারকে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন আরিফ। রেশমা আকতার বাদি হয়ে এ ঘটনায় গত ২৭ জানুয়ারি পটিয়া থানায় আরিফকে প্রধান আসামি করে ৮ জনের নামে মামলা করেন।
এরপর পুলিশ অপহরণের শিকার পিকআপ চালক সিদ্দিককে উদ্ধারে উপজেলার হাবিলাসদ্বীপ এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। সেখান থেকে মিনহাজ (২৫) ও রানাকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ ২৭ জানুয়ারি রাত ৩টার দিকে কেলিশহর ইউনিয়নের ছত্তরপেটুয়া এলাকার পাহাড়ি অঞ্চল থেকে ছিদ্দিককে উদ্ধার করেন। এ সময় আরেক আসামি মো. আরফাত ওরফে পাভেলকে (২৮) গ্রেপ্তার করা হয়।
ডিজে