চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে অলিম্পিক ডে রান, তরুণদের অংশগ্রহণে মুখর উৎসব

চট্টগ্রামে উদযাপিত হলো ‘অলিম্পিক ডে রান ২০২৫’—আন্তর্জাতিক অলিম্পিক আন্দোলনের অংশ হিসেবে আয়োজনটি রূপ নেয় এক বর্ণাঢ্য উৎসবে। বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে মঙ্গলবার সকালে নগরীর সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে শুরু হয় রঙিন এই আয়োজন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। স্টেডিয়ামের ফটকে বেলুন উড়িয়ে র‌্যালির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, সিনিয়র সহকারী কমিশনার মো. মেজবাহ উদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মনজুর আলম মঞ্জু, ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দীন, সদস্য শাহনেওয়াজ রিটন, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী, এনামুল হক, সরোয়ার আলম মনি, শওকত হোসেন এবং ক্রীড়া সংগঠক, কৃতি ক্রীড়াবিদ, সাংবাদিক জাকির হোসেন লুলু ও নজরুল ইসলামসহ অনেকে।

উদ্বোধনের পর র‌্যালিটি স্টেডিয়াম থেকে বের হয়ে সাগরিকা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন শত শত ক্রীড়াবিদ, শিক্ষার্থী, যুবক-যুবতী ও ক্রীড়া অনুরাগী।

র‌্যালিতে অংশ নিয়ে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, “খেলাধুলা শুধু শারীরিকভাবে সুস্থ থাকার উপায় নয়, এটি সমাজ থেকে নানা অসঙ্গতি দূর করতেও সহায়ক। তরুণ-যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার মাধ্যমে একটি উন্নত ও মানবিক সমাজ গঠন সম্ভব।”

আয়োজকরা জানান, খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে জাতিকে স্বাস্থ্যবান ও সচেতন করে তোলার লক্ষ্যে প্রতিবছর আয়োজন করা হয় এই ‘অলিম্পিক ডে রান’।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm