চট্টগ্রামের প্রখ্যাত হোমিও চিকিৎসক বেনী মাধব শর্মার প্রয়াণ, বিভিন্ন মহলের শোক
কক্সবাজারে বিশেষ প্রার্থনা
চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক এবং শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আয়ান শর্মার পিতা স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক ডা. বেনী মাধব শর্মা আর নেই।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে হাটহাজারীর স্বনামধন্য এই হোমিওপ্যাথি চিকিৎসক ও সাবেক শিক্ষক পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
দুরারোগ্য বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটলে গত রোববার তাকে চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। দুইদিন পর সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বেনী মাধব শর্মা প্রায় ১০ বছর হাটহাজারীর ফতেয়াবাদ ১ নম্বর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরে তিনি ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়েও প্রায় ৮ বছর শিক্ষকতা করেন।
নব্বই দশকের শুরুর দিকে শিক্ষকতা ছেড়ে হাটহাজারীর আমানবাজার এলাকায় হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন।
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট চন্দন তালুকদার ও সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু সমাজহিতৈষী ডা. বেনী মাধব শর্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরমাত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কক্সবাজারে বিশেষ প্রার্থনা
ডা. বেনী মাধব শর্মার আত্মার সদগতি কামনায় কক্সবাজারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার শহরের গোলদিঘির পাড়স্থ ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশন মন্দির প্রাঙ্গনে এই প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন মন্দিরের প্রধান পুরহিত বিশ্বনাথ বন্দোপ্যাথায়৷ এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক বলরাম দাশ অনুপম, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশন কক্সবাজার শাখার সহ সভাপতি ডা. চন্দন কান্তি দাশ, সাধারণ সম্পাদক রাজীব কর্মকার, সহকারী পুরহিত প্রিয়তোষ কান্তি দেসহ শতাধিক ভক্ত।
বিএনপি নেতাদের শোক
ডা. বেনী মাধব শর্মার মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন নাজমুল মোস্তফা আমিন। পরোপকারী এ চিকিৎসক ও শিক্ষকের মৃত্যুতে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
ডা. বেনী মাধব শর্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম।
এলডিপির শোক
ডা. বেনী মাধব শর্মার মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। সমাজহিতৈষী এ চিকিৎসক ও শিক্ষকের মৃত্যুতে এলডিপির পক্ষ হতে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন এলডিপির এ নেতা।
হাটহাজারী সাংবাদিক ফোরামের শোক
হাটহাজারী সাংবাদিক ফোরাম চট্টগ্রামের নির্বাহী সদস্য আয়ান শর্মার বাবা ডা. বেণী মাধব শর্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরলোকগমনে শোক প্রকাশ করেছে হাটহাজারী সাংবাদিক ফোরাম, চট্টগ্রাম। প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন হাটহাজারী সাংবাদিক ফোরাম, চট্টগ্রামের সভাপতি কাজী আবুল মনসুর, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন শ্যামল, সহ–সভাপতি স ম ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক রুপম চক্রবর্তী ও মো. মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন গোস্বামী, অর্থ সম্পাদক মীর্জা ইমতিয়াজ শাওন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব পার্থ, ক্রীড়া সম্পাদক মো. নাজিম উদ্দিন, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক কাজী হাবীব রেজা এবং নির্বাহী সদস্য গাজী ফিরোজ শিবলী, আলমগীর অপু, আরিচ আহমেদ শাহ ও হাসান মুকুল।
এছাড়া গভীর শোক প্রকাশ করেছেন সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীন।