চট্টগ্রামে পৃথক বিস্ফোরণে এক যুবক নিহত, আহত ২

চট্টগ্রামে পৃথক দুটি বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে আহত দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

নিহত যুবকের নাম মুরাদ (২২)। তবে তার ঠিকানা জানা যায়নি।

সোমবার (২৩ জুন) নগরীর আগ্রাবাদ চৌমুহনী বরফ কল গ্যাস সিলিন্ডার ও কাজীর দেউড়ি এলাকায় এসি বিস্ফোরণের ঘটনা দুটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে চৌমুহনীর জেবি এন্টারপ্রাইজে গ্যাস রিফিল ও সার্ভিসিংয়ের কাজ করার সময় মুরাদ ও অপর এক কর্মচারী গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মুরাদ মারা যান। অপর জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ৩৬ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডবয় জহির।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জেবি এন্টারপ্রাইজে গ্যাস বিস্ফোরণে মুরাদ নামে এক কর্মচারী নিহত হয়েছেন। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। আমরা বিষয়টি তদন্ত করছি। চিকিৎসাধীন অপর যুবকের অবস্থাও আশঙ্কাজনক।

অপরদিকে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে ভিআইপি টাওয়ারে সার্ভিসিং করার সময় এয়ারকন্ডিশনার (এসি) বিস্ফোরিত হয়ে একজন মেকানিক আহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ভিআইপি টাওয়ারের চতুর্থ তলায় শাহ আবরার হজ্ব কাফেলা নামের একটি প্রতিষ্ঠানের এসি মেরামতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

তবে মেকানিকের নাম ও পরিচয় জানা যায়নি। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার চিকিৎসা দিয়ে ছাড়পত্র দিয়ে দেন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm